|
---|
নতুন গতি : আজিজুর রহমান, গলসি : ১৮ ই অক্টোবর গলসির খড়ি নদীতে নিখোঁজ হওয়া কিশোরের দেহ উদ্ধার করলো বিপর্যয় মোকাবিলা দপ্তর। কমবেশি ৪৫ ঘন্টা পর আজ বেলা ১০.৩০ নাগাদ তকীপুরের কাছে বাবলাবনি ঘাটে নিখোঁজ কিশোরের দেহ ভাসতে দেখেন তারা। মৃতদেহটি একটি গাছে আটকে থাকতে দেখা যায়। স্থানীয়দের অনুমান, দেহটি জলের নিচে আটকে ছিল। এদিন জলে ফেঁপে যাওয়ায় দেহটি ভেসে উঠেছে বলে জানান তারা। জানা গেছে, ঘটনার দিন বিকালে বিপর্যয় মোকাবিলা দপ্তরের আট প্রতিদিন দল আসে। তারা নদীতে ডুবুরি নামিয়ে খোঁজ চালায়। পাশাপাশি স্পীড বোর্ড নিয়ে খোঁজ চালান হয়। তারপর আজ উদ্ধার হয় কিশোরের দেহ। উল্লেখ্য গত ইং ১৮ ই অক্টোবর বন্ধুদের কালি পুজোয় নিমন্ত্রণ করতে গলসি থানার বৃন্দাবনপুর গ্রামে এসেছিলেন বিজন। দুপুর বেলায় গ্রামের কয়েকজন বন্ধুর সাথে খড়ি নদীতে স্নান করতে যান। ওই নদীতে আচমকা জলের স্রোতে তলিয়ে যায় বিজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ এসে প্রাথমিকভাবে নদীর তীর বরাবর খোঁজ চালায়। তারপর বিকালে আসে বিপর্যয় মোকাবিলা দপ্তরে। বিপর্যয় মোকাবিলা দপ্তর কমবেশি ৪৫ ঘন্টা খোঁজ চালিয়ে এদিন খুঁজে পায় নিখোঁজ বিজন রায়ের নিথর দেহ।