|
---|
মেদিনীপুর,নিজস্ব সংবাদদাতা: করোনা আক্রান্ত পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে আবারও এগিয়ে এলো শহরের স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। মেদিনীপুর শহরের নূতন বাজার এলাকার পালবাড়ি গলিতে এক করোনা আক্রান্ত পরিবার সহ আরো দুটি পরিবারের পাশে দাঁড়াতে তাদের হাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্ৰী সহ অন্যান্য খাদ্যসামগ্ৰী তুলে দিলেন হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সদস্যাগণ বলে জানান হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান গৌতম কুমার ভকত। সংস্থার সদস্যা মৌসুমী মান্না খবর পান যে ঐ পরিবার গুলি খুবই কষ্টকর অবস্থার মধ্যে পড়েছেন। তিনি সাথে সাথেই বিষয়টি নিয়ে হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী সভাপতি রাজশ্রী মন্ডল এর সাথে কথা বলেন। সংস্থার সভাপতি দিলীপ মান্না র নেতৃত্বে সংস্থার অন্যান্য সদস্যগণ বিভিন্ন ধরণের সামগ্ৰী নিয়ে পোঁছে যান ঐ পরিবার গুলি তে। এই ধরণের মানবিক কাজে উপস্থিত ছিলেন সঙ্গীতা সিংহ, মৌসুমী মান্না, রাজশ্রী মন্ডল সহ সংস্থার অন্যান্য সদস্যগণ। এলাকার মানুষ হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির এ হেন উদ্যোগের প্রশংসা করেন।