|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: মেদিনীপুর শহরের লটারি বিক্রেতা, হঠাৎ করে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়া দুঃস্থ, অসহায় মানুষটির পরিবারের পাশে দাঁড়িয়ে আবারও মানবিক মুখ দেখালো স্বেচ্ছাসেবী সংগঠন- “হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির” সদস্য সদস্যাগণ।
বল্লভপুর সারদা মায়ের আশ্রমের গলিতে ভঞ্জদের বাড়ীর মানুষটি পেশায় লটারি বিক্রেতা। এই কোভিড পরিস্থিতিতে এবং লকডাউনের ফলে লটারির টিকিট বিক্রি একপ্রকার বন্ধ বললেই চলে। স্ত্রী,পুত্র নিয়ে সংসার চলবে কিভাবে? এই দুশ্চিন্তায় হঠাৎ স্ট্রোক। পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাসায়ী হয়ে পড়েন ভঞ্জবাবু। এমতাবস্থায় বন্ধ হয়ে যায় সংসারের হাঁড়ি, পুত্রের পড়াশোনা। পরিবারের মাথায় যেন ছাদ ভেঙে পড়ে। খবর পেয়ে ছুটে আসেন স্বেচ্ছাসেবী সংস্থা হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সদস্যাগণ। অসহায়, দুঃস্থ পরিবারটির পাশে দাঁড়াতে বাড়িয়ে দেন সাহায্যের হাত। একদিকে চিকিৎসার জন্য ওষুধের ব্যবস্থা অন্যদিকে চাল ডাল তেল নুন সহ খাদ্যসামগ্ৰী ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীও তুলে দেন পরিবারের হাতে বলে জানান হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী সভাপতি রাজশ্রী মন্ডল। সংস্থার সভাপতি দিলীপ কুমার মান্না ও সুদীপ্তা দে র নেতৃত্বে এই মানবিক কাজে হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সঙ্গীতা সিংহ, মৌসুমী মান্না, সৌরাশিষ সিংহ, পারমিতা গিরি ও পিন্টু সাউ ।
হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান গৌতম কুমার ভকত জানান বিগত দিনে এই ধরণের বিভিন্ন কাজে মানুষের পাশে আমরা থেকেছি, আগামী দিনেও সামর্থ্য অনুযায়ী দুঃস্থ, অসহায়দের পাশে দাঁড়াতে আমরা অঙ্গীকারবদ্ধ। আজকের এই কর্মসূচীতে সংস্থার প্রত্যেক সদস্য সদস্যা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদেরও তিনি ধন্যবাদ জানান।