|
---|
এস ইসলাম নতুন গতি মুর্শিদাবাদ:নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির প্রতিবাদে বিক্ষোভ গ্রামবাসীদের ডোমকলে,
ডোমকল থানার সারাংপুর অঞ্চলের পঞ্চাননপুর গ্রামে।বাংলার গ্রামীণ সড়ক যোজনা কাজ চলছিল গ্রামবাসীরা রাস্তার ভালো না নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চলছিল তাই গ্রামবাসীরা বাধা দিল রাস্তার কাজে গ্রাম বাসীর দাবি নিয়ম নিয়ম না মেনেই ইঞ্জিনিয়ার কাজ করছেন জানালো এলাকাবাসী।
এই অভিযোগে রাস্তার কাজ বন্ধ করে দিলেন এদিন গ্রামবাসী।