কলকাতায় বর্ষা মঙ্গল উৎসবে তাল, ইলিশ দিয়ে সম্মাননা।

লুতুব আলি, নতুন গতি, ১৭ জুলাই : কলকাতায় বর্ষা মঙ্গল উৎসবে তাল, ইলিশ দিয়ে সম্মাননা। বর্ষা মানেই রোমাঞ্চে স্নাত হওয়া। বর্ষা মানেই অন্য এক আবেগে ভেসে যাওয়া। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের ফলশ্রুতিতে বর্ষা রানী উত্তপ্ত প্রকৃতিকে শীতল করে দেয়। কেবল বর্ষাকে কেন্দ্র করে কলকাতার বুকে বর্ষামঙ্গল উৎসব অনুষ্ঠিত হলো। আয়োজক বর্ষামঙ্গল সাহিত্য পত্রিকা। বর্ষার স্মৃতি রোমন্থন করতে পারলেই অনুষ্ঠানমঞ্চে মিলে যাচ্ছিল তাল, ইলিশ, স্মারক ইত্যাদি। এই শতকের এ এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান হয়ে গেল শিয়ালদহ র কৃষ্ণপদ মেমোরিয়াল হলে। সংস্থার সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন, বাঙালি ও বাংলা ভাষা একে অপরের পরিপূরক। বিশ্বায়নে বাংলা ভাষা কেও বিশ্বায়িত করতে হবে। অসংখ্য প্রাণীর বলিদানে বাংলা ভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে। বাঙালি ও বাংলা ভাষার উপর আক্রমণ নেমে আসলে তার বিরুদ্ধে গর্জে উঠতে হবে। বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট বাচিক শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহান বশীর বলেন, এই ভিন্ন ধর্মী অনুষ্ঠান এক মহান বার্তা দিতে চাইছে। দুই দেশের সুগন্ধি ইলিশ বাঙালিরা খেতে পারেন না। উৎকৃষ্ট মানের সুগন্ধি লিস্ট বিদেশে রপ্তানি হয়ে যায়। নিম্নমানের ইলিশ নিয়েই বাঙালিরা ভুলে থাকেন। এক চরম সহনশীলতার পরিচয়। বাঙালির পাতে ভালো ইলিশ দিতে দুই দেশের রাষ্ট্রনায়কদের এগিয়ে আসতে হবে। বর্ষার স্মৃতি রোমন্থন করতে গিয়ে বিশিষ্ট বাচিক শিল্পী চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায় ৭৮ সালের বন্যার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অনুষ্ঠানের মঞ্চেই হাউ হাউ করে কেঁদে ফেলেন। পুনা থেকে আগত বিশিষ্ট কবি ঋতব্রত দত্ত, শিলিগুড়ির দীপ্তি মুখোপাধ্যায়, হাসনাবাদের সুদেষ্ণা মন্ডল, নীলাঞ্জনা চক্রবর্তী প্রমুখরা জানান এই অনুষ্ঠানের বৈচিত্রতা এক অন্য মাত্রা এনে দেয়। অনুষ্ঠানে একইসঙ্গে সদ্য প্রয়াত কবি মানিক চন্দ্র দে এর প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়। অনুষ্ঠানে রঞ্জনা গুহকে অরুনা আসফ আলী স্মৃতি সম্মাননা প্রদান করা হয়। অপূর্ব কুমার গাঙ্গুলী, ড. সিমা রায়, মনি কর্নিকা ভারতী কে দেওয়া হয় রবীন্দ্রনাথ স্মৃতি সম্মাননা। কবি সুভাষ স্মৃতি সম্মাননা দেওয়া হয় মানব মুখার্জি, প্রতিম সেন, নিমাই চন্দ্র ঘোষ, অনিন্দিতা পাল, কৃষ্ণা জানা, রাখি রায়, সঞ্চিতা দে। অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান কবি কমল দে শিকদার, বিশিষ্ট কবি ও সাংবাদিক বরুণ চক্রবর্তী, মধুসূদন বাগ, শুকুর আলী, তৃষারি ঘোষ, সুনীল চট্টোপাধ্যায় সংস্থার সভাপতি শেখ মনির উদ্দিন, কার্যকরী সভাপতি দীপ্তি মুখার্জি সহ চেয়ারম্যান বিউটি দাশ, পৌলভি মিশ্র প্রমুখ। অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট কবি ও সাংবাদিক মধুমিতা ধুত।