আজ ভোটের দ্বিতীয় দফা, একনজরে পশ্চিমবঙ্গের তিনটি কেন্দ্রের খুঁটিনাটি

    জাকির হোসেন সেখ, ১৮ এপ্রিল, নতুন গতি: শুরু হয়ে গেল দার্জিলিং, জলপাইগুড়ি এবং রায়গঞ্জ, পশ্চিমবঙ্গের এই তিনটি লোকসভা কেন্দ্রে ভোট। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আধাসামরিক বাহিনী বা কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকছে রাজ্য সশস্ত্র পুলিশ‌ও। ৮০ শতাংশ বুথেই মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। বাকি ২০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনীর টহলদারিতে ভোটগ্রহন প্রক্রিয়া সম্পন্ন করবে রাজ্য সশস্ত্র পুলিশ। এছাড়াও থাকবে ভিডিও ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, অনলাইন ওয়েবকাস্টিং স্টেশন, মাইক্রো অবজার্ভার ইত্যাদি।

    পশ্চিমবঙ্গের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৫ লক্ষ ৯৯ হাজার ৯৪৮ জন। তারমধ্যে পুরুষ ভোটার ৮ লক্ষ ৩০ হাজার ৩১৬ জন।
    মহিলা ভোটার ৭ লক্ষ ৬৯ হাজার ৫৮৪ জন।
    তৃতীয় লিঙ্গ ৪৮ জন।

    মোট বুথঃ ১৬২৩
    কেন্দ্রীয় বাহিনীঃ ৬৪ কোম্পানি
    মাইক্রো অবজারভারঃ ২৪৫
    ইভিএম মেশিনঃ ২১২৯টি
    ভিভিপ্যাট মেশিনঃ ২১৪৩টি।

    তৃনমূল প্রার্থীঃ কানাইলাল আগরওয়াল।
    সিপিএম প্রার্থীঃ মহম্মদ সেলিম। বিজেপি প্রার্থীঃ দেবশ্রী চৌধুরী। কংগ্রেস প্রার্থীঃ দীপা দাশমুন্সি।

    সাতটি বিধানসভা কেন্দ্র হলঃ ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘী, রায়গঞ্জ, হেমতাবাদ, এবং কালিয়াগঞ্জ।
    _________________________

    পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মোট ভোটার হল ১৭ লক্ষ ২৯ হাজার ৮২৯ জন। পুরুষ ৮ লক্ষ ৮৪ হাজার ৫৬৫ জন। মহিলা ৮ লক্ষ ৪৫ হাজার ২৪৫ জন। তৃতীয় লিঙ্গ ১৯ জন। মোট বুথ ১৮৬৮ টি।
    কেন্দ্রীয় বাহিনী ৬১ কোম্পানি।
    সেক্টর অফিসার ১৯৫ জন।
    স্পর্শকাতর বুথ ৩৫৪ টা।
    রাজ্য পুলিশ ১৫০০-১৭০০

    তৃণমূল প্রার্থীঃ বিজয় চন্দ্র বর্মন। সিপিএম প্রার্থীঃ ভগীরথ রায়। বিজেপি প্রার্থীঃ ডাক্তার জয়ন্ত রায়।
    কংগ্রেস প্রার্থীঃ মণিকুমার ডার্নাল।

    সাতটি বিধানসভা হলঃ ১)কোচবিহার জেলার মেখলিগঞ্জ, ২)জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ, ৩)ডাবগ্রাম-ফুলবাড়ি, ৪)ময়নাগুড়ি, ৫)জলপাইগুড়ি, ৬)ধূপগুড়ি এবং ৭)মাল।
    ______________________

    পশ্চিমবঙ্গের দার্জিলিং লোকসভা কেন্দ্রের মোট ভোটার ১৬ লক্ষ ০০ হাজার ৫৬৪ জন।
    পুরুষ ৮ লক্ষ ৬০ হাজার ১১৮ জন। মহিলা ৭ লক্ষ ৯৩ হাজার ১১৮ জন। বিশেষভাবে সক্ষম ভোটার ৫৫৫১ জন। মোট বুথ ১৮৯৯টি।
    কেন্দ্রীয় বাহিনী ৫৭ কোম্পানি।

    তৃণমূল প্রার্থীঃ অমর সিং রাই। সিপিএম প্রার্থীঃ সমন পাঠক। বিজেপি প্রার্থীঃ রাজু সিং বিস। কংগ্রেস প্রার্থীঃ শঙ্কর মালাকার।

    সাতটি বিধানসভা কেন্দ্র হলঃ দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, চোপড়া, শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি, এবং ফাঁসিদেওয়া।