|
---|
দক্ষিণ দিনাজপুর: ২৫শে ডিসেম্বর ২০২১ শনিবার বেলা ২:০০ টায় দক্ষিণ দিনাজপুর জেলাপ্রেস_ক্লাবের সভাকক্ষে শুভঙ্কর রায় সম্পাদিত গবেষনা গ্রন্থ ”দিনাজপুর জেলার ইতিহাস অনুসন্ধান-১” আত্মপ্রকাশ করলো। “বরেন্দ্রভূমি আঞ্চলিক ইতিহাস চর্চা কেন্দ্র” র আয়জিত এই মহতী গবেষনা গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান কবি ও দধীচি পত্রিকার সম্পাদক মাননীয় মৃণাল চক্রবর্তী মহাশয়, বিশিষ্ট ছড়াকার কাশীনাথ দাশগুপ্ত, কৃষ্টিবীণা পত্রিকার সম্পাদক পুলক কান্তি দাস, কবি শুভাশিষ গোস্বামী, জ্যোতিব্রত চক্রবর্তী প্রমুখ। জেলার বর্ষীয়ান কবি ও সম্পাদক ঁরণজিৎ কুমার সরকার এর স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক শুভঙ্কর রায় । এছাড়াও মঞ্চে উপস্থিত অধ্যাপিকা নীলাব্জা রায়, জয়ন্ত আচার্য, ড. অমর কুমার পাল, তুষার কান্তি দত্ত, সুদেব সরকার, কৌশিক রঞ্জন খাঁ, সজল মজুমদার, স্বল্প কথায় “জেলার ইতিহাস চর্চা ও অভিজ্ঞতা” র কথা আজকের অনুষ্ঠানে তুলে ধরেন। আয়োজক সংস্থার পক্ষে কবি প্রবীর চন্দ্র দাসের ভাষণের মধ্য দিয়ে আজকের এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়। আজকের এই গ্রন্থ প্রকাশিত হবার পর স্বল্প কথায় গ্রন্থটির পর্যালোচনা করেন ইতিহাসবিদ ড. সমিত ঘোষ মহাশয় । আজকের এই অনুষ্ঠানটি সুদক্ষভাবে সঞ্চালনা করেন তুহিন শুভ্র মন্ডল ।
গবেষক সুদেব সরকার বলেন- আঞ্চলিক ইতিহাসের গুরুত্ব সবসময়ই বেশি তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি, আর হ্যা এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের একজন ক্ষুদ্র অংশীদার হতে পেরে আমি ভীষণ আনন্দিত ও সমৃদ্ধ,,, প্রচেষ্টার সফলতা পাঠকসমাজের কাছে কাঙ্খিত,,, গবেষক, ভাষাবিদ ড. অমর কুমার পাল বলেন, গ্রন্থটির প্রত্যেকটি প্রবন্ধ, বিষয় বিন্যাস এবং প্রোডাকশন অসাধারণ হয়েছে । গ্রন্থটি দিনাজপুরকে ঋদ্ধ করবে–এই প্রত্যাশা ।
ইতিহাসবিদ ড. সমিত ঘোষ বলেন- ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় শুভঙ্কর রায়- এর ভূমিকা প্রশংসনীয়। নতুন গ্রন্থকে নিয়ে জেলা প্রেস ক্লাবের সভাকক্ষে সকলের বেশ উৎসাহ ও উদ্দীপনা ছিল। সঙ্গে প্রবীর চন্দ্র দাস।
সম্পাদক শুভঙ্কর রায়ের কথায় ‘ বরেন্দ্রভূমি নানা সম্পদে পরিপূর্ণ। তাকেই দু মলাটের মধ্যে চেয়েছি। আগামীতে এই বিষয়ে আরও অনেক কাজ করার ভাবনা আছে ‘ ।