|
---|
মুর্শিদাবাদ: অবশেষে স্বস্তির নিঃশ্বাস বৃহস্পতিবার মুর্শিদাবাদে ওমিক্রন আক্রান্ত শিশুটির রিপোর্ট নেগেটিভ এসেছে। শুধু তাই নয় তার পরিবারের সকল সদস্যদের রিপোর্ট নেগেটিভ এসেছে। তেমন কথা জানিয়েছেন রাজ্যের মুখ্য স্বাস্থ্য আধিকারিক। স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়ি পাঠানো হবে।
সম্প্রতি আবুধাবি থেকে প্লেনে করে হায়দ্রাবাদে ফেরে শিশুটি ও তার পরিবার। সেখান থেকে আবার প্লেনে করে কলকাতায় ফিরে। তারপর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপর জানা যায় শিশুটি ওমিক্রণ আক্রান্ত আক্রান্ত । আজকের পরিবারের সকল সদস্যের রিপোর্ট নেগেটিভ হাওয়ায় স্বস্তি নিঃশ্বাস ফেলেছেন চিকিৎসকরা।
বর্তমানে শিশুটি তার দিদি, বাবা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। তবে বাড়ি ফিরলেও তাদের কয়েকদিন হোম আইসোলেশন এ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।