|
---|
ময়নাগুড়ি, ২৬ ডিসেম্বর : এলাকাকে নেশা মুক্ত করতে প্ল্যাকার্ড হাতে মাঠে নামলেন প্রমিলাবাহিনী। রবিবার ময়নাগুড়ির উত্তর মাধাবডাঙ্গার কদমতলা এলাকায় এই অভিযান করেন স্থানীয়রা। এদিন প্ল্যাকার্ড হাতে নিয়ে সেই এলাকায় স্লোগান দিয়ে অভিযান করেন মহিলা কমিটি। তাদের অভিযোগ, এলাকায় এক যুবক একটি মদের দোকান খুলবেন। সেটা তারা বন্ধের দাবি জানান।
তাদের আরও অভিযোগ, এলাকায় একটি পুরানা মন্দির আছে ২০০ মিটারের মধ্যেই একটি আইসিডিএস সেন্টার রয়েছে। এই অবস্থার কিভাবে একটি ওয়াইন্ড শপ খুলছে। তাই তারা এর বিরোধিতা করে একটি মদ বিরোধী মিছিল করেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রায় পঞ্চাশ জন মহিলা এই মিছিল করেন।
তারা কোনো মতেই সেখানে মদের দোকান খুলতে দেবেন না। স্থানীয় বাসিন্দা তথা মহিলা কমিটির সদস্য মায়া রায় ও পার্বতী রায়রা বলেন, “আমাদের এই এলাকায় এক অপরিচিত যুবক মদের দোকান খুলছেন যা আমরা হতে দেব না। এখানেই পাশেই একটি মন্দির আছে, আইসিডিএস সেন্টার আছে, এলাকার বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তাই আমরা এখানে এই দোকান খুলতে দেব না।” প্রায় চল্লিশ বছরের পুরনো মন্দির এর পুরোহিত নীলকান্ত দেওবংশী ঠাকুর বলেন, ” একটা ধর্মীয় স্থানের পাশে মদের দোকান আমরা মেনে নেবো না। আমি মন্দিরের সূচনা থেকেই এই মন্দিরে পুজো করছি। এই মন্দিরের পাশে মদের দোকান আমরা কোনো ভাবেই মেনে নেব না।”
যদিও ওই খাবারের দোকানের মালিকের দাবি, সেখানে কোনো ওয়াইন্ড শপ খোলা হবে না। সেখানে একটি রেস্টুরেন্ট কাম বার খোলা হবে। যার জন্য তিনি আইনগত ভাবে লাইসেন্স এর জন্য আবেদন করেছেন। যদিও এখনো লাইসেন্স তিনি পাননি। এই বিষয়ে রেস্টুরেন্ট এর মালিক অবনিশ রায় বলেন, ” এখানে কোনো মদের দোকান হবে না। আমি একটি রেস্টুরেন্ট এবং বার এর জন্য আবেদন করেছি। আমি সরকারি লাইসেন্স নিয়েই এই রেস্টুরেন্ট কাম বার খুলবো। যারা অভিযোগ করেছেন তারা এই বিষয়ে আমাকে কোনো কিছু জানান নি।