বড়দিনের আনন্দ মাটি করলো সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা: সুন্দরবনের পর্যটকদের অতি পরিচিত পর্যটনকেন্দ্র পিয়ালী বিট আজ সেখানে বাঘের আতঙ্কে দিশেহারা মানুষ জন । গতকাল গোপালগঞ্জ অঞ্চলের গায়েনের চক,পাঁচ নম্বর গোরানকাটি,ঢোড়াবাগদা এলাকায় স্থানীয় মৎস্যজীবীরা বাঘকে দেখতে পান। সাথে সাথে খবর যায় কুলতলী থানায়। কুলতলী থানার আধিকারিকদের তৎপরতায়, ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররা তড়িঘড়ি বাঘ ধরার বন্দোবস্ত করলেও বাঘ খাঁচায় ধরা না দিয়ে পালিয়ে যায় অন্যত্র।

    আজ কুলতলীর পিয়ালি এলাকায় স্থানীয় বাসিন্দাররা বাঘ কে দেখতে পায় সাথে পাশে থাকা পিয়ালী ফরেস্ট অফিসে খবর দেন।পিয়ালী ফরেস্ট তৎপরতার সাথে সাথে সমস্ত এলাকা ফেন্সিং নেট দিয়ে ঘিরে ফেলে। লোকাল থানা পক্ষ থেকে মাইকিং করা হয়, কারণ ২৫ শে ডিসেম্বর বড়দিনে এই পর্যটনকেন্দ্রে হাজার হাজার মানুষের সমাগম হয়। এখানে আসা পর্যটকদের সমাগমে বাঘের আতঙ্ক বাড়তে থাকে। কোন কোন পর্যটক রান্না করা খাবার ফেলে রেখে দৌড়াতে শুরু করেন কোথাও বা আবার সব গুটিয়ে অন্যত্র চলে যেতে হয়। প্রতিবছর এমনই ব্যস্ততম স্থানগুলিতে হাজার হাজার সুন্দরবনে আসা দর্শনার্থীরা এখানে ভিড় জমায়।