জামালপুরে কিশলয় সমিতির পুজো উদ্বোধন করলেন টলিউডের তারকা।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : জামালপুরে কিশলয় সমিতির পুজো উদ্বোধন করলেন টলিউডের তারকা। পূর্ব বর্ধমানের জামালপুরের কিশলয় সমিতির পুজো উদ্বোধন করলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা তীর্থমল্লিক ও অভিনেত্রী কন্যাকুমারী চন্দ্র। সরস্বতী পুজোর প্রাক্কালে ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় এই পূজোর উদ্বোধন হয়। কিশলয় সমিতির পুজোকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঞ্চার হয়। এই পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুরের পুত্র তথা জননেতা, জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, কিশলয় সমিতির সভাপতি অঞ্জন মুখার্জি সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। ডাকের সাজের প্রতিমা সন্ধ্যার আলোকসজ্জায় এক অপরূপ শোভা অনুষ্ঠান উজ্জ্বল হয়ে উঠেছিল। জামালপুরবাসীর পক্ষ থেকে মেহমুদ খান পুজোর উদ্যোক্তা ও সাধারণ মানুষদের শুভেচ্ছা জ্ঞাপন ও অভিনন্দন জানান। কিশলয় সমিতির সামাজিক কাজকর্ম নিয়ে মেহমুদ খান সন্তোষ প্রকাশ করেন। পুজো উপলক্ষে যাত্রাপালা মঞ্চস্থ হচ্ছে স্বর্গের পরের স্টেশন। প্রতিবারের মতো এবারও তারা যাত্রাপালা মঞ্চস্থ করছেন। যাত্রা শিল্প কে অক্সিজেন দিতে ও যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার বার্তা দেওয়ায় কিশলয় সমিতির প্রশংসা করেন অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা। বিশিষ্ট অভিনেতা তীর্থ মল্লিক ও অভিনেত্রী কন্যাকুমারী চন্দ্র জানান, মাটির কাছাকাছি মানুষ জনেদের আতিথেয়তা তাদেরকে মুগ্ধ করেছে। অভিনেতা তীর্থ মল্লিক নারী শিক্ষার অগ্রগতি ঘটনার জন্য বিশেষভাবে আলোকপাত করেন।