|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : করোনা মহামারির দ্বিতীয় ঢেউ চলছে ভারতে। দৈনন্দিন সংক্রমণের গড় গত প্রায় এক সপ্তাহ ধরে দু’লাখের ওপরে। যে রাজ্যগুলিতে সংক্রমণের হার সবচেয়ে বেশি তার মধ্যে অন্যতম উত্তর প্রদেশ। অথচ রাজ্যে ক্ষমতাসীন বিজেপি প্রশাসন সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি করছে।
কোরানা ভাইরাসের ট্রিপল মিউটেশন, পশ্চিমবঙ্গ শীর্ষ তালিকায়, এর অর্থ কী জানুন ভারতে ২.৯৪ লক্ষেরও বেশি নতুন কোভিড -১৯ পজিটিভ রিপোর্ট করা হয়েছে। মঙ্গলবারের এই রিপোর্ট দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব।
গত বছরের দৈনিক রেকর্ড ছিল সর্বোচ্চ ৯৮ হাজার। যাকে অতিক্রম করে বহুদূরে চলে গিয়েছে এবারের রেকর্ড। মঙ্গলবার জাতীয়ভাবে আক্রান্তের হার 19% এর একটু বেশি ছিল, যা ইঙ্গিত করেছিল যে প্রতিদিনের আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়ে যেতে পারে। পুরোপুরি ৩ লাখ না হলেও প্রায় ৩ লাখ হয়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা। যা গতবারের সর্বোচ্চ রেকর্ডের থেকেও প্রায় দ্বিগুণের বেশি। ফলে এখন স্বাস্থ্য মন্ত্রকের উচিত অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা। সূত্র: ওয়ার্ল্ড মিটার