|
---|
শেখ আব্দুল আজিম, চন্ডীতলা : আজ চন্ডীতলা থানার অন্তর্গত কুমির মোরা বারাসাত রোডে লাব্বাইক নার্সিংহোম এর পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ব্যবস্থা করা হয়। বিনামূল্যের স্বাস্থ্য শিবির বিভিন্ন বিষয়ক প্রসঙ্গত এলাকার বিশিষ্ট এবং প্রবীণ চিকিৎসক ডক্টর অজয় পাল এছাড়া অন্যান্য ডাক্তারদের পরিষেবা পেয়ে আপ্লুত এলাকার মানুষ উল্লেখ মাত্র ৪৫৩ লাব্বাইক নার্সিংহোমের পথ চলা শুরু এরই মধ্যে চিকিৎসায় পরিষেবা দিয়ে নার্সিং কর্তৃপক্ষ খুশি। এবং নার্সিং কর্তৃপক্ষের দাবি এখানে সকল প্রকার মানুষ জিজ্ঞাসা করাতে পারে।