|
---|
শ্রীরামপুর: বিজেপি ২২শে অক্টোবর শনিবার শ্রীরামপুর সাংগঠনিক জেলা কার্যালয় থেকে শ্রীরামপুরের বটতলা অব্দি এক প্রতিবাদ মিছিল করেন। জানাযায় মধ্যরাতে পুলিশ টেট পাস চাকুরী প্রার্থীদের ওপর যেভাবে অত্যাচার করেছে এবং তারপর তুলে নিয়ে গেছে তার প্রতিবাদেই বিজেপির এই মিছিল। শ্রীরামপুর সাংগঠনিক জেলা অফিস থেকে প্রথমে মিছিল শুরু হয় এবং শেষে বটতলায় এসে বিক্ষোভ করে।
এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক মন্ডল, সভানেত্রী সাথী কুমার, বিজেপি নেত্রী শষী সিং, অমিতাভ ঘোষ, রিংকু ব্যানার্জি সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা। উপযুক্ত চাকরিপ্রার্থী যারা পরীক্ষায় পাস করেছেন তাদের চাকরি দেওয়া হোক এবং সরকার সর্বত্র ভাবে সহযোগিতা করুক এবং যদি না হয় তাহলে বৃহত্তর আন্দোলন হবে বলে, জানিয়েছেন সাংগঠনিক জেলা সভাপতি।