সুন্দরবনে অনুষ্ঠিত হল MLA কাপ চাম্পিয়নশিপ

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : সাউথ সুন্দরবন MLA কাপ ক্যারাটে চ্যাম্পিয়ানশিপ, মথুরাপুরে মৌসুমী কমপ্লেক্স সংলগ্ন প্যাভিলিয়নে অনুষ্ঠিত হয়। এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দেখতে অসংখ্য মানুষের ভীড়। অনুষ্ঠানে মান্যতা দেওয়া হয়েছিল সোশ্যাল ডিসটেন্স, মাক্স ও স্যানিটাইজারের ব্যবহার । দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া মথুরাপুর, এই প্রত্যন্ত অঞ্চলে এমন সুন্দর অনুষ্ঠান হওয়ায় এলাকাবাসী ব্যাপক খুশি। এবং স্থানীয় মানুষজন এমনই সুন্দর অনুষ্ঠান দেখতে পেয়ে, আয়োজক কর্তৃপক্ষ কে সাধুবাদ জানায় । সাথে সাথে পিছিয়ে পড়া সুন্দরবন বাসীদের প্রতিভাকে তুলে ধরতে এই মূহুর্তের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে যাদের অবদান তাদের কাছে আমরা কৃতজ্ঞ । প্রতিভার উন্মোচন ঘটানোর যাদের লক্ষ্যো তাদের মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রেফারি অগ্রগণ্য ।

    আমাদের এই জেলার পিছিয়ে পড়া এলাকায় এমনই সুন্দর অনুষ্ঠান ।সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হওয়ায়। শিহাণ মিলন গায়েন এই চ্যাম্পিয়ানশিপের উদ্যোগতা। বিগত ৮ বছর ধরে চলছে, ক্যারাটে চ্যাম্পিয়ানশিপ। এবছর অনেক ভালো ন্যাশানাল ও ইন্টারন্যাশনাল লেভেলের ছাত্রছাত্রী রা অংশ গ্রহণ করে । ক্যারাটের কাতা ও কুমিতে পারফর্ম করে দেখালো যা সত্যি এককথায় অসাধারণ। আমাদের উদ্দেশ্য একটাই সুন্দরবন ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভালো ভালো ছেলেমেয়েদের আগামীতে জেলা ও রাজ্যকে প্রতিনিধিত্ব করবে এবং আত্ম প্রত্যয় ও নিজেরাই আত্মবিশ্বাসী হয়ে উঠবে এই সাফল্য কামনা করেন। মহিলা বিভাগে রাহিদা মোল্লা ও পুরুষ বিভাগে রাকেশ দাস ৪ ডিগ্রী ব্ল্যাকবেল্ট। সুন্দরবন এলএলএ কাপ ক্যারাটে

      চ্যাম্পিয়ানশিপের চিফ কোঅরডিনেটর জাজ ও রেফারি শিহাণ দেবব্রত হালদার ৭ম ডান ব্ল্যাক বেল্ট, সেইসিনকাই ইন্টারন্যাশনাল জাপান , চিফ কোচ অফ প্রত্যয় বারুইপুর পুলিশ জেলার জয়নগর থানা,জেনারেল সেক্রেটারি সেইসিনকাই ইন্ডিয়া

    মোট অংশগ্রহন করেছিল ১২৭জন ছেলেমেয়ে মিলিয়ে,মেয়েদের সংখ্যা ছিলো চোখে পরার মতো,আমাদের মূখ্য উদ্দেশ্য ছিল সুন্দরবন তথা সমগ্র জেলার ছেলেমেয়েদের কে বিশেষ করে মেয়েদের আত্মরক্ষার সুরক্ষা নিজেরাই করতে পারে তার কথা মাতায় রেখে এই আয়োজন, আগামী দিনে মেয়েরাই নিজেদের আত্মপ্রত্যয় ও আত্ম বিশ্বাস এবং আত্মনির্ভরশীল হতে পারে,জেলা, রাজ্য ও জাতীয়দলে ক্যারাটেতে জায়গা করতে পারে সেই প্রচেষ্ঠায় আমরা এই চ্যাম্পিয়ানশিপের আয়োজন করেছি।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী বিধায়ক জয়দেব হালদার, বিডিও ভাস্কর প্রামাণিক, ভারতীয় আর্মি জনক থাপা, জেলা পরিষদের সদস্য মানবেন্দ্র হালদার, OC সুনীল কুমার মন্ডল, প্রধান ডালিয়া প্রামানিক, এডভোকেট রুদ্ধনারায়ন হালদার প্রমুখ ।