বেপরোয়া গাড়ি চালকের জন্য মৃত্যু মুখী পাঁচ

বাবলু হাসান লস্কর  দক্ষিণ চব্বিশ পরগনা : কুলতলির কৈখালী থেকে ডান্স হাঙ্গামার টিম নিয়ে আসা জিও গাড়িটি নয়ানজুলিতে পড়ে যায় । গাড়িতে থাকা 6 ব্যাক্তি গুরুতর আহত । তাদের শারিরিক অবস্থার অবনতি দেখে কুলতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন । এম আর বাঙ্গুর ও এসএস কে এম এ , দুজন কে নিয়ে যাওয়া হয় জয়নগর রুরাল হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। বাকি তিন জনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শী জন্মেজয় নস্কর আমাদের কে জানান। আনুমানিক ভোর দুটো সময়ে এই দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা পাই । আমার পরিবার বাড়িতে শুয়ে থাকায় হটাৎ এক বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায় । উঠে দেখি গাড়ি টি আস্তে আস্ত নয়ানজুলিতে পড়ে যাচ্ছে । কুলতলি থানার অনতিদূরে নদী বাঁধের এক ব্যক্তি তিনি বললেন ঈশ্বরের কৃপায় বরাতজোরে আমি এবং আমার পরিবার বেঁচে গেছি। কিন্তু যে সমস্ত ছেলে মেয়েরা এই গাড়ির মধ্যে ছিল তারা এই মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়ার অবস্থায় । স্থানীয়বর্গ ঘটনাস্থলে আসায় গাড়ি তে থাকায় ডান্স টিম সদস্যদের উদ্ধার করেন। তাদের দেখতে মানুষের ভিড় জমে। এক মর্মাহত ঘটনার সাক্ষী গৃহস্থলী।।