|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : উওর চব্বিশ পরগনার হাড়োয়া ব্লকের অন্তর্গত চাঁপাতলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এবং কুমরুলী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির, স্বাস্থ্য চিকিৎসা শিবির ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাড়োয়া বিধানসভার বিধায়ক ও বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান মাননীয় হাজী নুরুল ইসলাম মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন বাদুড়িয়া বিধানসভার বিধায়ক মাননীয় কাজী আব্দুর রহিম (দিলু) সাহেব। উপস্থিত ছিলেন দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও দেগঙ্গা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহনের কর্মাধ্যক্ষ মাননীয় আনিসুর রহমান মহাশয় ।
হাড়োয়া বিধানসভা ও দেগঙ্গা বিধানসভার তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতৃত্ব। কয়েক শত মানুষ রক্ত দান করেন, এই শিবির উৎসবের আকার ধারণ করে ।