|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- খবর সংগ্রহ করতে গিয়ে বৈদ্যুতিন মাধ্যমের টিভি৯ এর সাংবাদিক এবং চিত্র সাংবাদিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল একটি বেসরকারি নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। তারিই প্রতিবাদে দোষীদের শাস্তির দাবি তুলে ডায়মন্ড হারবার প্রেস কর্নারের পক্ষ থেকে আজ সন্ধায় ডায়মন্ড হারবার ১১৭ নম্বর জাতীয় সড়কে জেটিঘাট থেকে ডায়মন্ড হারবার স্টেশন বাজার মোড় এম বাজার পর্যন্ত ধিক্কার মিছিল সংঘটিত হয়। উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার প্রেস কর্নারের সম্পাদক নাকিবুদ্দিন গাজী সহ বৈদ্যুতিন মাধ্যমের সংবাদিক এবং চিত্র সংবাদিক সহ প্রেস কর্নারের সকল প্রবীণ ও নবীন সংবাদিকরা। জানা গেছে রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজার থানার যদুপুর গাবগাছি এলাকায়, চিত্রসাংবাদিকের ক্যামেরা, চ্যানেলের লোগো এবং মোবাইল ভাংচুরের অভিযোগ ওঠে নার্সিংহোম এর বিরুদ্ধে।
আক্রান্ত সাংবাদিক এবং চিত্রসাংবাদিক এখনো চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজ বাজার থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ঐ নার্সিংহোম চত্বরে। টিভি৯ এর সাংবাদিক শুভতোষ ভট্টাচার্য এবং চিত্র সাংবাদিক শাম্ব সাহা ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি খবর সংগ্রহ করতে যায়, সেই সময় নার্সিংহোম কর্তৃপক্ষ তাদের উপর চড়াও হয়ে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।