|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর…….জনপ্রিয় চিকিৎসক ডাঃ ফুয়াদ হালিমের স্বাস্থ্য সংকল্প সংস্থার পাশে দাঁড়াতে এগিয়ে এলেন মেদিনীপুর শহরের মিত্র কম্পাউন্ড এলাকার বাসিন্দা অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী বংশীবদন পাঙ্গাস। মঙ্গলবার দুপুরে বংশীবদন বাবু কলকাতায় অবস্থিত ডাঃ হালিমের সংস্থার দপ্তরে গিয়ে ১ লক্ষ টাকার চেক ডাঃ হালিমের হাতে তুলে দেন। বংশীবদন বাবুর সঙ্গে ছিলেন শিক্ষক আন্দোলন নেতৃত্ব পল্লব সরকার,বংশীবদন বাবুর নাতি সায়ন পাঙ্গাস।বংশীবদন বাবু কৃষি দফতরের কর্মচারী ছিলেন এবং বামপন্থী কর্মচারী আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। উল্লেখ্য ডাঃ হালিমের এই সংস্থায় অল্প খরচে ডায়ালিসিস করা হয়। বিগত তের বছরে এখানে বহু মানুষ ডায়ালিসের সুবিধা পেয়েছেন।