|
---|
পারিজাত মোল্লা : ‘কলকাতা অন হুইলস’ ম্যাগাজিনের উদ্যোগে কলকাতার নিউটাউন ক্লক টাওয়ার এর নিচে গত ২২ থেকে ২৪শে সেপ্টেম্বর চললো ‘কার কার্নিভাল’ । প্রত্যেকদিন সকাল ১০টা থেকে রাত ৮টা অবধি চলে এই কার্নিভাল। মহানগরের সংখ্যাগরিষ্ঠ গাড়ি বিক্রেতারা এই ‘কার কার্নিভালে’ অংশগ্রহণ করেছেন। এঁদের মধ্যে অন্যতম হলো টয়োটা, টাটা মোটরস, মারুতি সুজুকি, স্কোডা জীপ, মাহিন্দ্রা , ইত্যাদি। এই ‘কার কার্নিভালে’র অন্যতম সহযোগী ছিল ‘স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ ‘।টানা তিনদিন ব্যাপি এই কার্নিভালে যোগ দিতে এসেছিলেন শয়ে শয়ে উৎসাহীরা।রাজ্য প্রশাসনের বিভিন্ন জনপ্রতিনিধি এই কার কার্নিভালে অতিথি হিসাবে তাদের মতামত ব্যক্ত করেছেন।