বর্ধমান শহরের বস্তির বাসিন্দাদের অন্নপ্রাশন, স্বাস্থ্য পরীক্ষা শিবির।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : বর্ধমান শহরের বস্তির বাসিন্দাদের অন্নপ্রাশন, স্বাস্থ্য পরীক্ষা শিবির। পূর্ব বর্ধমানের অগ্রজ স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি ধারাবাহিকভাবে কাজ করার দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। ৬ আগস্ট এই সংস্থাটি বর্ধমান উদয় চাঁদ জেলা গ্রন্থাগারে এক অভিনব অন্নপ্রাশন ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত করল। বর্ধমান শহরের কোড়াপাড়ার বস্তির বাসিন্দাদের নিয়ে অন্নপ্রাশন ও সুস্বাস্থ্য দিবস উদযাপিত করল। অন্নপ্রাশন যাদের কাছে এক স্বপ্ন সেই সমস্ত দুস্থ, পিছিয়ে পড়া মানুষদের নিয়ে এই মহতী অনুষ্ঠানের আয়োজন। অন্নপ্রাশনে বিভিন্ন ধরনের খাবারের প্যাকেট, বিভিন্ন ধরনের খেলনা বাচ্চাদের বিনামূল্যে প্রদান করা হয়। সঙ্গে সঙ্গে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হয়। স্বাস্থ্য শিবিরে মায়েদের স্তন্যদানের পদ্ধতি, উপকারিতা ও স্তন্যপান নিয়ে থাকা ভুল ধারণা গুলি সম্পর্কে মায়েদের সচেতন করা হয়। কর্মরত মায়েদের উদ্বুদ্ধ করা হয় স্তন্যদান নিয়ে। ডায়েটিশিয়ান তামান্না সরকার বলেন, অন্নপ্রাশনের পরেও খাবারের সাথে সাথে চালিয়ে যেতে হবে স্তন্যপান। খাবারের সুষম বন্টন না থাকায় এমন অপুষ্টির শিকার হচ্ছে বাচ্চারা। তাই সংস্থার পক্ষ থেকে এদিন মা ও বাচ্চাদের হাতে তুলে দেয়া হয় সোয়াবিন, সুজি, ছাতু, বাদামের প্যাকেট। সঙ্গে প্রত্যেককে ১০ টি করে ডিম ও দেওয়া হয়। সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার বলেন, এক মাস ধরে বাচ্চাদের এই খাবারের যোগান দেওয়া হবে। মাসের শেষে আবার তাদের স্বাস্থ্য পরীক্ষাও করা হবে। বাচ্চাদের সঙ্গে সঙ্গে মায়েদেরও সুসংখ খাবারের বিন্যাস না হওয়ায় তাদের প্রায় সকলি বিভিন্ন রকম উপসর্গের শিকার হন। এ দিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে এক ব্যক্তি এক গর্ভবতী মায়ের পুষ্টিকর খাদ্য প্রদানের ব্যাপারে দায়িত্ব গ্রহণ করেন। এদিনের অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুদীপ মন্ডল, ঐন্দ্রিলা সাধুখাঁ, দ্যুতি কোনার, চৈতালি ঘোষ, ইতি পোড়েল, দেবশ্রী পাল প্রমুখ। এই স্বেচ্ছাসেবী সংস্থাটির মানবিক কাজ দেখে বর্ধমানের অনেক মানুষ স্বাগত জানিয়েছেন।