|
---|
শেখ আরেফুল,নতুন গতি, পূর্ব মেদিনীপুর: গত রবিবার দীঘা তে অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল সি বিচ ডান্স ফেস্টিভাল ২০১৯। নৃত্য উৎসবের আয়োজনে নবধারা ও পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র, সাংস্কৃতিক মন্ত্রণালয়, ভারত সরকার। সহযোগিতায় সমীর ডান্স একাডেমি। সকাল আটটায় ওল্ড দীঘা বিশ্ববাংলা থেকে নিউ দীঘা পর্যন্ত এক সুদীর্ঘ শোভাযাত্রার আয়োজন হয়। এই শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক বার্তা সাধারণ মানুষের কাছে পৌছে দেওয়া হয়।
সকাল থেকে সারাদিন দেশে-বিদেশের শতাধিক নৃত্যশিল্পী নৃত্যগুরু কোরিওগ্রাফারা এই উৎসবে অংশগ্রহণ করেন। এই উৎসবের সূচনা হয় সমীর ডান্স একাডেমির নিবেদন “পঞ্চভূতম” কোরিওগ্রাফি করেন কোরিওগ্রাফার সমীর পন্ডা। পূর্ব মেদিনীপুরের কৃষ্টি শ্রীরঙ্গম, হলদিয়ার নৃত্য মঞ্জীর, তমলুকের দ্রুপদাঙ্গন, কলকাতা থেকে উৎসবে আমন্ত্রিত হন গুরু অর্কদেব ভট্টাচার্য্য। ভারতনাট্যম ও ওডিসির মিশ্রণে এক অসাধারণ উপস্থাপনা দেখতে পাওয়া যায় নীহারিকা সেন্টার পারফর্মিং আর্টসের থেকে। কত্থক ও সৃজনশীল নাচের সংমিশ্রণে বিখ্যাত কোরিওগ্রাফার সুজিত কর্মকার ও তার শিক্ষাপ্রতিষ্ঠান সুন্দরম ড্যান্স ইনস্টিটিউটের পারফরম্যান্স দর্শকের মন জয় করে। কাজল হাজরা তত্ত্বাবধানে পূর্ব মেদিনীপুরে নবধারা আয়োজন করেছিল কেরালার কালারিপাইত্তু ওয়ার্কসপ। নৃত্য উৎসবে তাদের অসাধারণ উপস্থাপনা দেখতে পাওয়া যায়।
প্রলয় সরকারের কথাকলি নৃত্য, রিন্টু মনিপুরী নৃত্য, সৌরভ পালের কত্থক নৃত্য, সৌম্য সরকারের গৌড়ীয় নৃত্য, শিঞ্জিনী পাঠকের ওডিসি, পূজা চ্যাটার্জী, মৌসুমী শীল ও শুভদীপের ভারতনাট্যম এছাড়া অনেক নতুন প্রজন্মের অসাধারণ নৃত্য শৈলী এই দিনের সন্ধ্যায় উপস্থিত দর্শকদের প্রশংসা পায়। এছাড়া মনিপুর, আসাম, ওড়িশা থেকে আমন্ত্রিত বিভিন্ন শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। পুরুলিয়ার থেকে আগত ছৌ নাচ তাদের দক্ষতা প্রদর্শন করে। বাংলাদেশ থেকে আগত বিভিন্ন প্রতিষ্ঠান ও নৃত্যশিল্পীদের বিভিন্ন ধরনের নৃত্যশৈলী এই নৃত্য উৎসবে আলাদা মাত্রা যোগ করে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, তানিয়া বসু ও মদন মোহন দাস।
এই নৃত্য উৎসবে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের প্রোগ্রাম কো-অর্ডিনেটর অভিজিৎ চ্যাটার্জি। ভারতীয় ঐতিহ্য সংস্কৃতি এবং পর্যটনকে তুলে ধরতে নবধারার এই নৃত্য উৎসবের আয়োজন।