|
---|
সেখ রিয়াজউদ্দিন, নতুন গতি, বীরভূম: গত ২১ শে অক্টোবর বীরভূম জেলার খয়রাশোল ব্লকের সহ কৃষি অধিকর্তা করণের ব্যবস্থাপনায় এলাকার চাষীদের নিয়ে নাড়া পোড়ানো বন্ধ বিষয়ে পদযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয় এবং সেই সাথে চাষীদের কে সরকারি ভর্তুকিতে ট্রাকটার ও কৃষি সরঞ্জাম প্রদান করা হয়। প্লেকার্ড, ব্যানার সহ পদযাত্রা বাজার পরিক্রমার পর খয়রাশোল ব্লকের কমিউনিটি হলে আলোচনা সভা ও সরঞ্জাম প্রদান করা হয়। আসন্ন ধান কাটার পর মাঠে মাঠে পড়ে থাকা নাড়া পোড়ানো হয় কোথাও ইচ্ছাকৃত ভাবে আবার কোথাও ধানের পর দ্বিতীয় ফসল লাগানোর তাগিদে যাহা বিজ্ঞান সম্মত নয় এবং পরিবেশের ক্ষতি হয়। বিস্তারিত আলোচনায় জানান
ধান ক্ষেতের খড় ও নাড়া পোড়ানোর ফলে ক্ষতিকারক গ্যাস,তাপ, ধোঁয়া,ছাই কণা উৎপন্ন হয়, যাহা বিশ্ব উষ্ণায়ন ডেকে আনে। এরফলে অত্যধিক গরম, অনাবৃষ্টি, বন্যা,শীত হ্রাস, অস্বাভাবিক আবহাওয়া ইত্যাদি বিশ্ব উষ্ণায়নের কারনে ঘটছে। মাটির উপরের অংশ পুড়ে শক্ত হয়ে যায়, জৈব পদার্থ ও উদ্ভিদ খাদ্য নষ্ট হয় এবং মাটিতে থাকা বহু উপকারী জীবাণু মারা যায়।খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ। কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে কাজ করার আহ্বান জানানো হয়।যা মাটির স্বাস্থ্য বজায় রেখে অধিক ফলন এবং দুষন মুক্ত পরিবেশ বজায় রাখার স্বার্থে এই সচেতনতা বিষয়ক আলোচনা করা হয়, সেই সাথে ৬ টি ট্রাকটার,২ রোটোভেটর সহ ২২ টি কৃষি যন্ত্রপাতি চাষীদের হাতে তুলে দেওয়া হয় বলে এক সাক্ষাৎকারে জানান খয়রাশোল ব্লক সহ কৃষি অধিকর্তা স্বরূপ পান্ডা।
এদিনের সভায় উপস্থিত
ছিলেন খয়রাশোল ব্লক উন্নয়ন আধিকারিক সঞ্জয় দাস, ব্লক সহ কৃষি অধিকর্তা স্বরূপ পান্ডা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রজত মুখার্জী প্রমুখ। কৃষি যন্ত্রপাতি পাওয়া চাষীদের মধ্যে অলোক চন্দ্র ঘোষ,সেখ আব্বাস, জহির মোল্লা প্রমুখের বক্তব্য সরকারের কৃষি বিষয়ক বিভিন্ন উদ্যোগের জন্য চাষীরা অনেক উপকৃত হচ্ছেন এবং সবুজ স্বপ্ন দেখছেন।