রবীন্দ্র গীতায়ন কেন্দ্রের ত্রয়োদশ তম বার্ষিক অনুষ্ঠান উদযাপন

পারিজাত মোল্লা : বাজেশিবপুর রবীন্দ্র গীতায়ন কেন্দ্রের ত্রয়োদশ তম বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল সম্প্রতি হাওড়া শরৎ সদন এ ৩ রা থেকে ৭ ই আগস্ট ৫ দিন ব্যাপী। প্রায় ২৫০ জনের বেশী ছাত্র-ছাত্রী এই অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন। এই শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার তথা অধ্যক্ষ শ্রী শুভেন্দু ঠাকুর এই অনুষ্ঠান সাজিয়েছিলেন রবীন্দ্রগান ও বিভিন্ন ধারার বাংলা গান দিয়ে। তবে অনুষ্ঠানের শেষ দুদিন ছিল নব্বই দশকের হিন্দী ছবির গান। কবিগুরুর মত আধুনিক মনস্ক মানুষের ভাবধারা ও দর্শন শুভেন্দু মানেন তাই তিনি মনে করেন না যে, রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি অন্য ধারার গান করা যায় না। তাই চিরকালীন অবিস্মরণীয় বাংলা গান ও যেমন ছিল, লোক আঙ্গীক থেকে হিন্দী কোথাও সুরের বেড়াজালে আবদ্ধ থাকেনি গীতায়নের ছাত্র-ছাত্রীরা।

    শিশু ছাত্র-ছাত্রী দের রবীন্দ্রগান বিশেষ ভাবে মন কাড়ে।
    বহুদিনের প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্র-ছাত্রী দের পাশাপাশি নতুন প্রজন্মের চিরকালীন অবিস্মরণীয় বাংলা গান ও হিন্দী গান অনুষ্ঠানকে অন্য মাত্রা এনে দেয়। এছাড়াও অনুষ্ঠানের শেষ দিনে কুন্তল ঘোষ তথা গান গপ্পো তত্বাবধানে ইউটিউবে মুক্তি পেলো লালন ফকির এবং রবীন্দ্রসংগীত এর মিলিত কোলাজ । যেখানে সংগীত পরিবেশনা করেছে শুভেন্দু ঠাকুর এবং অর্কদীপ মিশ্র। এদিন তাঁদের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনসূয়া চৌধুরী, তাপস রায়,গৌরব সরকার, অরিত্র দাসগুপ্ত সহ আরো অনেকে।