ডেঙ্গি মশার বংশ ধ্বংস করার জন্য, জয়পুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে নালা নর্দমায় ও ছোট ডোবা বা পুকুরে গাপ্পি মাছ ছাড়া হোল

নিজস্ব সংবাদদাতা : বাঁকুড়া বর্ষার প্রাক্কালে ডেঙ্গি মশা বাহিত রোগের প্রকোপ দেখা দেয়। এই রোগ প্রতিরোধের অন্যতম প্রধান উপায় হোল ডেঙ্গি মশার বংশ ধ্বংস করা। কিন্তু এই মশার বংশ ধ্বংস করার কাজটি বেশ জটিল। এই মশা ধ্বংস করার জন্য নানান উপায়ের অন্যতম উপায় হোল ঐ মশা জলাশয়ে ডিম পেড়ে বংশ বিস্তারের যে চেষ্টা করে ,জলাশয়ের সেই লার্ভা গুলোকে নষ্ট করা। জলাশয়ের লার্ভার নষ্ট করার জন্য গাপ্পি মাছের চাষ খুব সহজ পদ্ধতি।

    এই মাছ পুকুর , নর্দমার জলাশয়ের ডেঙ্গি লার্ভা গুলো খেয়ে ফেলে। সেই ভাবনাকে পাথেয় করে, জয়পুর ব্লকে ডেঙ্গি প্রতিরোধে ডেঙ্গি মশার বংশ ধ্বংস করার জন্য, জয়পুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে সলদা গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায়, সলদা পঞ্চায়েত এলাকার নালা নর্দমায় ও ছোট ডোবা বা পুকুরে গাপ্পি মাছ ছাড়া হোল। এই অনুষ্ঠানে এম.ও ডাক্তার মুন্সী আত্তিকুজ্জামান, সন্তু সেন এক্সিকিটিউ অ্যাসিস্ট্যান্ট, সন্তু গোস্বামী ব্লক আসা ফেসিলেটার, সিনিয়ার সিস্টার চায়না দে ও সলদা গ্রাম পঞ্চায়েতের বিশ্বজিৎ ব্যানার্জী সুপারভাইজার, V. B .D.C প্রকল্পের পদাধিকারীবৃন্দ উপস্থিত ছিলেন।