|
---|
জাকির হোসেন সেখ, ১০ সেপ্টেম্বর, তমলুক: শুরু হয়েছিল ২০১৭ সালে। শহর জুড়ে শোক মিছিলের নামে, খালি গায়ে, ভোঁতা ছুরি তলোয়ার আর লাঠি নিয়ে, মুখে হায় হোসেন বলে, তাজিয়া নিয়ে নকল যুদ্ধের পরিচিত ছবি পাল্টে গিয়েছিল সেই বছর থেকে। তাজিয়া সহ আগের সবকিছু বদলে দিয়ে শুরু হয়েছিল ভাবগম্ভীর পরিবেশে মহররমের শান্তি মিছিল। কারবালা স্মরণে মহরমের সেই মিছিল এবার ৩ বছরে পড়ল। মঙ্গলবার বিকেল ৩টেয় লালদিঘি থেকে মিছিল শুরু হয়ে হসপিটাল মোড় থেকে মানিকতলা মোড় হয়ে আবার লালদিঘিতে শেষ হয়। শান্তির বার্তা দেওয়া ব্যানার পোস্টার হাতে হাজার দুয়েক মানুষের সুশৃঙ্খল মিছিল ঐতিহাসিক তমলুক শহরের প্রায় ৭কিলোমিটার পথ পরিক্রমা করে। তাম্রলিপ্ত পৌর মুসলিম নাগরিক কমিটি ও আইমার তমলুক পৌর ইউনিটের যৌথ উদ্যোগে মহরমের এই শান্তি মিছিলে সামিল হয়েছিলেন তমলুক শহর ও সংলগ্ন মুসলিম অধ্যুষিত এলাকার বিভিন্ন মহরম কমিটির কর্তা, সদস্য ও সমর্থকরা। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন তমলুক থানার ওসি কৃষ্ণেন্দু প্রধান, সমাজসেবী সানাউল্লাহ খান, সেখ জামসেদ, বিষ্ণুপদ পন্ডা, জাকির হোসেন সেখ প্রমুখ।