হরিশ্চন্দ্রপুরে জলাশয় থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

বিশেষ সংবাদ, নতুন গতি, হরিশ্চন্দ্রপুর,২৩ অক্টোবর: বুধবার সাত সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার হল জলাশয় থেকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে। মৃতের নাম উত্তম সাহা (৪১)। মৃত ওই যুবক হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের হরিশ্চন্দ্রপুর জিপির লখনু এলাকার বাসিন্দা। সে পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।মৃতের খবর পেয়ে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন বলে পরিবার সুত্রে খবর।

    L

    জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ উত্তর সাহা কাজের খোঁজে বাড়ি থেকে বেরিয়েছিল। সারা রাত পেরিয়ে যাওয়ার পরেও বাড়ি না ফেরায় তার পরিবারের লোকেরা খোঁজ শুরু করে।এরপর আজ সকালে হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের সুলতান নগর জিপির মনোহরপুর গ্রামে একটি মাখনা জলাশয়ে যুবকের মৃতদেহ ভাসতে দেখা যায়।

    উত্তর সাহের স্ত্রী রুকমনি সাহা জানান যে, গত কাল কাজের সন্ধানে বেরিয়েছিল। রাত্রে বাড়ি না ফেরায় কয়েকবার ফোনও করে। ফোনে না পেয়ে সারারাত চিন্তায় জেগে থাকে। আজ বুধবার সকালবেলা মৃতের খবর পেয়ে মনোহরপুর গ্রামে গিয়ে দেখে এক মাখনা জলাশয়ে এক মৃতদেহ ভাসছে। এরপর সেই মৃতদেহ শনাক্ত করে তিনি বুঝতে পারেন মৃতদেহটি তার স্বামীর।

     

    মৃতের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর সাহের মাথায়, কোপালে, হাতে ও সারা শরীরে ছুরি দিয়ে কাটা চিহ্ন রয়েছে। হাতের একটা আঙুলও কাটা আছে। মৃত ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল পাওয়া গেছে।

    তবে কি কারনে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা নিয়ে এখনও নিশ্চিত হতে পারেনি হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রশাসন। এটা খুন না অন্য কিছু তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে