|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, চাঁচল: ২১ অক্টোবর সামসি কলেজের দ্বিতীর বর্ষের ছাত্রীকে অপহরণ করে খুনের ঘটনার প্রতিবাদে পথে নামল সহপাঠীরা। খুনীদের ফাঁসির দাবিতে সোমবার সামসি কলেজ হইতে ঘাসিরাম পর্যন্ত ছাত্ররা বিক্ষোভ মিছিল বের করেন। কলেজ ছুটি থাকা সত্যেও থেমে থাকেনী এদিন সামসি কলেজের ছাত্রছাত্রীরা।
দিন কয়েক আগে রতুয়া থানা এলাকার বাহারাল উত্তর সাহাপুরের নিখোঁজ হয়ে যায় মর্জিনা খাতুন (২২)নামের এক কলেজ ছাত্রী। পাঁচদিন পর তার দেহ উদ্ধার হয়। ওই ঘটনার প্রতিবাদে এদিন হারিয়ে যাওয়া বন্ধুর ছবি লাগানো প্ল্যাকার্ড নিয়ে পথে প্রায় ৫০০ জন ছাত্রছাত্রী বিক্ষোভ মিছিল শুরু করে। এদিন সকলের একটাই দাবি ছিল, মর্জিনা খাতুনের খুনিদের ফাঁসি চাই।
কলেজ পড়ুয়াদের আন্দোলনের ব্যাপক প্রভাব পরে এদিন সামসি ৮১ নম্বর জাতীয় সড়কে।
সামসি কলেজের জি.এস মহম্মদ নাসির জানান,
সঠিক বিচার না পেলে আমরা ছাত্র সংগঠন পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামব।