|
---|
মঞ্জুর মোল্লা, নতুন গতি, নদীয়া: রবিবার জলঙ্গীর নদীতে স্নান করতে গিয়ে জলে মৃত্যু হলো এক বালকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে মৃত বাগবুল মিস্ত্রি বয়স ( ৯) পিতা আব্দুল হামিদ মিস্ত্রি বাড়ি নদীয়া জেলার চাপড়া থানার বাঙালঝি গ্রামে।পরিবার সূত্রে জানা গেছে গতকাল রবিবারে সকাল দশটা নাগাদ প্রতিবেশীর একজনের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে গেছে। সোমবার সকালে জলঙ্গি নদীতে ডুবুরি নামিয়ে বাঙালঝি ঘাট থেকে ওই বালকের মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।