|
---|
উজির আলী,নতুন গতি, মালদা: মালদা ইংরেজবাজার পৌরসভা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কার্যত খর্ব করা হলো চেয়ারম্যানের ক্ষমতা। মালদা ইংরেজবাজার পৌরসভা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য মন্ত্রী গোলাম রাব্বানী এবং জেলা সভানেত্রী মৌসম বেনজির নূরের নেতৃত্বে গঠিত হলো মনিটারিং কমিটি। পৌরসভার চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ ভাইস চেয়ারম্যান বাবলা সরকার, আশীষ কুন্ডু সহ আরো ৭ জন নিয়ে গঠিত এই কমিটি। কমিটির চেয়ারপারসন হলেন মৌসম বেনজির নূর। আগামী দিনে মালদা ইংরেজবাজার পৌরসভা সুষ্ঠুভাবে পরিচালন এবং শহর উন্নয়নের যাবতীয় বিষয়ের দিকে নজর রাখবে এই কমিটি। এই বিষয়ে মন্ত্রী গোলাম রাব্বানী এবং জেলা সভানেত্রী তথা কমিটির নবনিযুক্ত চেয়ারপারসন মৌসম বেনজির নূর জানান, দলের নির্দেশে এই সিদ্ধান্ত। পুরসভায় অনাস্থা হয়েছিল। তাই সকল কাউন্সিলরদের নিয়ে যাতে একসাথে কাজ করা যায় তার জন্য রাজ্য নেতৃত্তের নির্দেশেই এই কমিটি।