|
---|
মোঃ রিপন ,মুরারই :
শিক্ষক আলহাজ মহঃ ফুরকান আলী সাহেব গত রবিবার রাতে ২৭শে জানুয়ারি রামপুরহাট জেলা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যু কালীন বয়স হয়েছিল ৭৯ বৎসর ।জন্ম ১৯৪০ সালে মার্চ মাসে মুরারই থানার ধিতোরা গ্রামে ।স্থানীয় ডুমুরগ্রাম হাই মাদ্রাসায় ৪০ বৎসর শিক্ষকতা করেন সাথে সেই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বও পালন করেন ।রাজ্য সরকার তাঁকে আদর্শ শিক্ষকের সম্মাননা পুরস্কৃত করেছিলেন । দীর্ঘদিন বার্ধক্য জনিত অসুখে ভুগছিলেন ।তাঁর প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।তিনি বহু সামাজিক ও জনহিতকর কাজের সাথে জড়িত ছিলেন । বীরভূম জেলা শিক্ষক সমিতির সভাপতি সাথে রেড ক্রসের হয়েও কাজ করেছেন। সোমবার বেলা দুটোর সময় ধিতোরা গ্রামে তাঁর শেষকৃত্য সম্পাদন করা হয়। একজন আদর্শ শিক্ষক কে হারিয়ে শোকের ছায়া নেমে আসে এলাকায়।