|
---|
মোঃ রিপন * মুরারই
সামনে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা।প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের কাছে জীবনের সবথেকে বড় পরীক্ষা হলো এই মাধ্যমিক। মাধ্যমিক পরীক্ষার্থীদের সমস্ত ব্যাপারে আলোকপাত করার জন্য বীরভূম জেলা তৃণমূল শিক্ষক সমিতির উদ্যোগে পাইকর থানার মুরারই 2 নম্বর ব্লকের বোনহা স্কুলে অনুষ্ঠিত হলো সেই সেমিনার। সেমিনারে উপস্থিত ছিলেন সমাজসেবক ও ইদ্রাকপুর স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ মহাশয়, মুরারই -২ ব্লক সভাপতি আব্দুল হক ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। মুহাম্মদ শহীদুল্লাহ বাবুর কথায় ছাত্র-ছাত্রীদের কাছে প্রাথমিক স্তরে মাধ্যমিক হল সবথেকে বড় পরীক্ষা।তারা তাদের জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে সেই জন্য সমস্ত ছাত্রছাত্রীকে আমার তরফ থেকে রইল স্নেহ ও ভালোবাসা প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক তারা এগিয়ে যাক দেশ ও দশের জন্য ,মানুষের মত মানুষ হোক এই আশীর্বাদ করি।ছাত্র-ছাত্রীদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য প্রশাসনের তরফ থেকে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছেলেদের থেকে অনেকটা বেশি।বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কন্যাশ্রীরা আবার ফিরে এসেছে শিক্ষার আঙিনায়।মাননীয়া মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখেছিলেন কন্যাশ্রী দের নিয়ে সেই স্বপ্ন অনেকটাই আজ বাস্তবে পরিণত হয়েছে।