রামপুরহাট_গান্ধী_উদ্যান(পার্ক)

আজিম শেখ,নতুন গতি, রামপুরহাট। রামপুরহাট গান্ধী উদ্যান যাকে আমরা পার্ক বলে জানি।একটা সময় ছিল যখন ছোট বাচ্চারা পার্কে যাওয়ার আবদার করতো কিন্তু রামপুরহাটে সেই অর্থে পার্ক বা ঘুরে বেড়ানোর জায়গা ছিলোনা।কিন্তু তৃণমূল পরিচালিত পৌরবোর্ড আসার পর সেই হারিয়ে যাওয়া পার্ক বন দপ্তরের কাছ থেকে নিজেদের দায়িত্বে নেয়।মমতা ব্যানার্জীর নির্দেশে এবং আশীষ ব্যানার্জী ও অস্বীনি তিওয়ারির কর্ম প্রচেষ্টায় রামপুরহাট পৌরসভার উদ্যোগে রাজ্য সরকার ও পৌর ও নগর উন্নয়ন দপ্তরের অার্থিক সহযোগিতায় হারিয়ে যাওয়া ছেলে বেলাকে পুনরায় উদজীবিত করে তোলার লক্ষ্যে এবং প্রবীণদের শরীরচর্চার প্রাণকেন্দ্র রূপে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে রামপুরহাট গান্ধী উদ্যান(পার্ক)এর এক অভূতপূর্ব সৌন্দর্জায়ন করা হয়েছে।
(সাগর কেশরী এর কাছে থেকে সংগ্রহ)