মূখ্যমন্ত্রী অনুপ্রেরণায় শুরু হলো বামনগোলায় আদিবাসী মেলা

নতুন গতি ওয়েব ডেস্ক: মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বামনগোলা ব্লকের আজ বৃহস্পতিবার থেকে শুরু হল আদিবাসী মেলা। উল্লেখ্য পশ্চিমবঙ্গ সরকারের তথা মাননিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য ১৫টি জেলার ১০০টি আদিবাসী অধ্যুষিত এলাকায় অনান্য ব্লকের পাশাপাশি এদিন বামনগোলা ব্লকের পাকুয়াহাট হাইস্কুল মাঠে আজ থেকে শুরু হল আদিবাসী মেলা। চলবে ৩০শে জানুয়ারি পর্যন্ত। এদিন প্রথমে ব্লগ থেকে পথসভা শুরু করে পাকুয়া স্কুলে আদিবাসী মেলা শেষ হয়। বিরসা, মুন্ডা সিধু কানু প্রতিকৃতি পুষ্প নিবেদন করে শ্রদ্ধা জানান বিশিষ্ট ব্যক্তিবর্গ।, এই আদিবাসী মেলায় পশ্চিমবঙ্গ সরকারের যেসব প্রকল্প রয়েছে যেমন জাতি শংসাপত্র, জয় জোহার, কৃষক বন্ধু, প্রাণিসম্পদ, উদ্যানপালন, তথ্যপ্রযুক্তি প্রভৃতি স্টল খোলা হয়েছে এই মেলায়। এই আদিবাসী মেলায় উপস্থিত ছিলেন বামনগোলা ব্লকের ব্লক আধিকারিক সঞ্জিত মণ্ডল,জয়েন্ট বিডিও আশিস নায়েক,বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি উৎপল সরকার, বিশিষ্ট সমাজসেবী অমল কিস্কু, অশোক সরকার সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরা।