ভারতের সবচেয়ে স্বচ্ছ শহর ইন্দোর,বলছে সমীক্ষা

মিজানুল কবির,কলকাতা: পরপর তিনবছর ভারতের সবচেয়ে পরিষ্কার শহরের খেতাব ইন্দোরের।মধ্যপ্রদেশ রাজ্যের এই শহরটি স্বচ্ছ সারভেক্ষন ২০১৯ সমীক্ষা অনুযায়ী আবর্জনা মুক্ত শহরের নিরিখে শীর্ষে রয়েছে।দ্বিতীয় স্থানে রয়েছে ছত্তিসগড় রাজ্যের অম্বিকাপুর। তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক রাজ্যের মাইশুর।
সবচেয়ে পরিষ্কার রাজধানী শহর হিসেবে বেছে নেওয়া হয়েছে মধ্যপ্রদেশ রাজ্যের ভোপাল শহরটিকে।সচ্ছতা অভিযান নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছে এমন তিনটি রাজ্যে হল যথাক্রমে ছত্তিসগড়,ঝাড়খন্ড এবং মহারাষ্ট্র। ১০ লক্ষ মানুষ বসবাস করে এমন বড় স্বচ্ছ শহরের হিসেবে গুজরাতের আহমেদাবাদকে বেছে নেওয়া হয়েছে।সবচেয়ে ক্লিনেস্ট ছোট শহর হিসেবে উঠে এসেছে নিউ দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনের নাম ।কঠিন বজ্র্য ব্যাবস্থাপনায় মধ্যপ্রদেশ বাকি রাজ্যগুলিকে পেছনে ফেলেছে।প্রসঙ্গত উল্লেখ্য যে কেন্দ্র সরকারের তরফ থেকে বিগত জানুয়ারি মাসের ৪ থেকে ৩১ তারিখের মধ্যে পুরো ভারতের ৪২৩৭ টি শহরকে বেছে নেওয়া হয়েছিল সচ্ছ সারভেক্ষেন সমীক্ষার জন্য।