কলকাতা শহরে অপরাধ রুখতে অভিনব উদ্যোগ কলকাতা পুলিশের, চালু হোয়াটস্যাপ পরিষেবা

মিজানুল কবির,কলকাতা: রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে কলকাতা পুলিশ বরাবরি নিত্যনতুন পদক্ষেপ নিয়ে থাকে । গ্রীন করিডরে উচ্চ্যমাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো কিংবা ফেসবুক পেজে ট্রাফিক আপডেট বরাবরি পাখির চোখ কলকাতা পুলিশ।এবারেও এক আভিনব পদক্ষেপ নিল কলকাতা পুলিশ, চালু হল হোয়াটস্যাপ পরিষেবা।বসন্তের বাতাসে লোকসভা ভোটের আগাম আভাস। শহরের বিভিন্ন প্রান্তে ছোটখাটো অশান্তি , দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত প্রায়শই শোনা যায়। নির্বাচনী আবহাওয়াতে কলকাতার পরিবেশকে শান্তিময় রাখতে এই নতুন সংযোজন বলে মনে করা হচ্ছে।

    ৭০৪৪৫৫০০০০ হেল্পলাইনে হোয়াটস্যাপ করে দিলেই তড়িঘড়ি উদ্যোগ নিতে প্রস্তুত কলাকাতা পুলিশ। বেআইনি অস্ত্রমজুত,কোথাও কোনো আশান্তির পূর্বাভাস কিংবা আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো অভিযোগ হোয়াটস্যাপ করলেই ব্যাস কাম তামাম , বাকি কাজ কলকাতা পুলিশের বলে লালবাজার সুত্রে জানানো হয়েছে।