|
---|
নিজস্ব প্রতিনিধি,বাঁকড়া:আসাম রাজ্য জমিয়তে উলামার হিন্দ প্রধান তথা এআই ইউডিএফ দলের প্রধান মাওলানা বদরুদ্দীন আজমলের সঙ্গে বৈঠক করলেন পশ্চিম বঙ্গ রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি তথা রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।
সফরসূচীর অংশ হিসেবে তিনি মঙ্গলবার রাতে কলকাতার বাঁকড়াস্থিত জমিয়তে উলামা ভবেন পৗঁছান। সেখানে আসামের জমিয়তে উলামা হিন্দ প্রধান মাওলানা বদরুদ্দীন আজমল পশ্চিম বাংলা রাজ্য জমিয়তে উলামা হিন্দের ত্রিতল বিশিষ্ট ভবন পরিদর্শন করেন। রাজ্য কাজের অগ্রগতি ও উন্নয়ন অবস্থা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এর পর মাওলানা বদরুদ্দীন আজমল মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর বাসায় নৈশভোজে অংশ নেন। তখনই একান্ত বৈঠকে মিলিত মন্ত্রীর সঙ্গে। সেখানে মুসলিমদের স্বার্থ রক্ষা, অধিকার, জঙ্গিবাদবিরোধী মুসলমানদের অবস্থান বিষয়ক আরও নানা বিষয় নিয়ে তারা আলোচনা করেন। মুসলমানদের বিরুদ্ধে ঘৃণ্য অপপ্রচার ও গভীর ষড়যন্ত্রের বিষয়েও আলোচনা হয়।
মাওলানা বদরুদ্দীন আজমল দমদমে রাজ্য জমিয়তের ভবন নির্মাণ বিষয়ে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মোবারকবাদ জানান তিনি। মুর্শিদাবাদে আজমল ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে মুফতি নাজমুল হক জেলায় অস্থির পরিস্থিতির সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি। এই অপতৎপরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে মাওলানা বদরুদ্দীন আজমল নেতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং তাদের থেকে সবাইকে সতর্ক করেন। মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাজের প্রশংসা করে মাওলানা বদরুদ্দীন আজমল বলেন, মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্য জমিয়তকে সম্মুখে দারুণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন।এদিন আজমাল সাহেবের সঙ্গী ছিলেন বিধায়ক জনাব হাফিজ বশির আহমদ সাহেব।