|
---|
সংবাদদাতা, মেদিনীপুর* করোনা পরিস্থিতিতে গ্রীষ্মকালীন রক্তের সঙ্কট মেটাতে এগিয়ে এলো মেদিনীপুর কলেজ মাঠে ফুটবল চর্চার সাথে যুক্ত মেদিনীপুর ফুটবল এ্যকাডেমি। বুধবার একাডেমীর উদ্যোগে মেদিনীপুর ম্যেডিক্যাল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংকে একটি ইন হাউস ব্লাড ডোনেশন ক্যাম্প মেদিনীপুর ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।এতে ১৮ জন রক্ত দাতা রক্তদান করেন।এখানে ছাত্র, শিক্ষক, পুলিশ ব্যবসায়ী,বেসরকারী অফিসে কর্মরত কর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ রক্তদান করেন। এখানে অনেকেই জীবনের প্রথমবার রক্তদান করলেন।
সবুজায়নের বার্তা দিতে প্রত্যেক রক্তদাতার হাতে চারাগাছ উপহার হিসেবে তুলে দেওেয়া হয়। শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ফিরোজ খাঁন, সম্পাদক সোমনাথ সাহা, সহ-সভাপতি মহম্মদ শামীম,সহ-সম্পাদক হেমন্ত সাউ,সাংস্কৃতিক সম্পাদক সুভাষ জানা ও রজ্ঞন শূর, শিক্ষক প্রিয়নাথ মান্ডি,মৃন্ময় প্রধান, রক্তদান আন্দোলনের কর্মী সুদীপ কুমার খাঁড়া, সংস্থার সদস্য শিবনাথ গরেন,ঠাকুরদাস মাহাত প্রমুখরা।একাডেমির পক্ষে সুভাষ জানা বলেন “রক্তের চাহিদা মেটাতে ও দূষন মুক্ত সুন্দর পৃথিবী গড়ার বার্তা দিতে এই আয়োজন।ভবিষ্যতে এই ধরনের আয়োজন আরও হবে।”একাডেমির পক্ষ থেকে সকল রক্তদাতা, ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানানো হয়েছে।