|
---|
সানওয়ার খান, কুলপি : গতকাল দক্ষিণ ২৪ পরগনা কুলপি থানার রামকিশোর গ্রামে নবদ্বীপ ঘাটে কলকাতা থেকে ছয় জন বন্ধু পিকনিকের উদ্দেশ্যে আসে। সেখানে তারা মদ্যপ অবস্থায় হুগলি নদীতে স্নান করতে নামেন। নদীতে ছবি তোলার মত্ত হয়েছিলেন, তারই মধ্যে বেসামাল হয়ে পড়ে। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে কুলপি থানায় নিয়ে যায়। দুর্ভাগ্য বছর ১৮র রাজীব দাস কে উদ্ধার করতে পারা যায়নি। পুলিশ সূত্রের খবর তাদের প্রত্যেকেরই বাড়ি টালিগঞ্জ এরিয়াতে।