|
---|
জাকির হোসেন সেখ, ২০ এপ্রিল, উস্থি, দক্ষিণ চব্বিশ পরগনা: আজ শনিবার সকাল ৯ টা থেকে মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মগরাহাট পশ্চিম বিধানসভার শিরাকোল মাদ্রাসার ঠেস থেকে তৃনমূল প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া কয়েক হাজার মানুষের সাথে এক বর্ণাঢ্য রোড শো শুরু করেন। আগাগোড়া হুডখোলা গাড়িতে চেপে, শিরাকোল অঞ্চলের কয়েক হাজার উচ্ছসিত সমর্থকদের স্রোতে ভেসে ডায়মন্ড হারবার রোড ধরে মাদ্রাসার ঠেস থেকে রাজারহাট পেরিয়ে শিরাকোল বাসমোড় পর্যন্ত, এবং তারপর উস্থি রোড ধরে শিরাকোল শেরপুর মোড় পর্যন্ত পথ অতিক্রম করে একে একে খেলারামপুর মোড়, শেরপুর বাজার, পদ্মপুকুর বাজার, চাকদহ, হরিহরপুর বাজার, ঘোলার মোড়, বানেশ্বরপুর, জাহাঙ্গীরগড় হয়ে উস্থি পার্টি অফিস পর্যন্ত দীর্ঘ পথ পরিক্রমা করে শেষ হয় এই বর্ণাঢ্য রোড শো।
মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে যাঁর নেতৃত্বে আজ জাটুয়ার এই রোড শো হল, সেই বিধায়ক তথা সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা ছিলেন তৃনমূল প্রার্থীর সর্বক্ষণের সঙ্গী।
মথুরাপুর লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ হবে একেবারে শেষ দফায় আগামী ১৯ শে মে। তার অনেক আগেই ‘প্রায় অপ্রতিদ্বন্দ্বী’ তৃনমূলের এই প্রার্থীকে নিয়ে রোড শো করে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা তাঁর দলীয় কর্মী সমর্থকদের একেবারে চাঙ্গা করে দিলেন বলে মনে করা হচ্ছে।
এই কেন্দ্রের ৭টা বিধানসভার মধ্যে একমাত্র মুসলিম বিধায়ক হলেন মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। যিনি শিরাকোল অঞ্চলেরই ভুমিপুত্র। ২০১১ সালে বিধায়ক হওয়ার আগে তিনি দীর্ঘদিন যাবৎ শিরাকোল গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। ডিলিমিটেশন পুর্ব সাবেক যাদবপুরের সাংসদ কৃষ্ণা বসুরও তিনি বিধানসভার প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। ২০০৯ সালের ডিলিমিটেশন পরবর্তী মথুরাপুর লোকসভা কেন্দ্রের দুবারের সাংসদ এই চৌধুরী মোহন জাটুয়ারও তিনি প্রতিনিধি ছিলেন। এহেন গিয়াসউদ্দিন মোল্লা বর্তমানে মগরাহাট পশ্চিম ব্লক তৃনমূল কমিটির সভাপতি গোটা বিধানসভা এলাকার দলীয় কর্মী সমর্থকদের কাছে অভিভাবক স্বরুপ।
জাটুয়ার বিরুদ্ধে এবারের বিজেপি প্রার্থী শ্যামাপ্রসাদ হালদার শিরাকোল অঞ্চলেরই ভুমিপুত্র। তাই এই বিধানসভা কেন্দ্র থেকে আগের সব রেকর্ড ছাপিয়ে জাটুয়াকে আরো বেশি মার্জিনে লিড দেয়ার লক্ষ্যে ময়দানে নেমেছেন বলে জানালেন গিয়াসউদ্দিন মোল্লা।
তাঁর নেতৃত্বে চৌধুরী মোহন জাটুয়ার এই রোড শোয়ে আজ হাজার হাজার তৃনমূল কর্মী সমর্থক ছাড়াও সারা পথ জুড়ে ছিলেন সমস্ত শ্রেনীর সাধারণ মানুষও। ছিলেন বিধানসভার ১২টা অঞ্চলের তৃনমূল অঞ্চল সভাপতি, তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি ইমরান হাসান, ব্লক তৃনমূল কমিটির সাধারণ সম্পাদক মানবেন্দ্র মন্ডল, জেলা পরিষদের সদস্য মুজিবর রহমান মোল্লা, তন্দ্রা পুরকাইত, শিরাকোল যুব তৃনমূল সভাপতি আব্দুল রহিম মোল্লা ভুলু প্রমুখ।
রোড শোয়ের দীর্ঘ পথ পরিক্রমায় হাজার হাজার কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তো ছিলই, কোথাও কোথাও আবার রঙবেরঙের কয়েকটি ট্যাবলোকেও অংশ নিতে দেখা যায়। রোড শোয়ে সারাক্ষণ ছিল তৃনমূলের ফ্ল্যাগ ফেস্টুন ও টুপিতে সজ্জিত অনুমোদিত সংখ্যক বাইক আরোহী। ছিল তাসা পার্টির বাদকেরা। পুষ্প বৃষ্টিতে প্রার্থীকে অভ্যর্থনা জানাতে মোড়ে মোড়ে দাঁড়িয়ে ছিলেন জোড়াফুল ছাপ নীল সাদা শাড়িতে সুসজ্জিতা কয়েকশো করে মহিলা। কোথাও ছিল শঙ্খধ্বনিতে বরণ। কোথাও ছিল ঢাকির দল।
- তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া তাঁর বিশ্বস্ত সেনাপতি গিয়াসউদ্দিন মোল্লাকে পাশে নিয়ে কখনো হুড খোলা জিপে চড়ে তো কখনও পায়ে হেঁটে এভাবেই মাদ্রাসার ঠেস থেকে শুরু করে উস্থি পার্টি অফিস পর্যন্ত শেষ করেন রোড শো।