|
---|
সানওয়ার খান, শেওড়াফুলি : অনেক ধরনের মানুষের নেশা আমরা নিত্য প্রতিদিন দেখে থাকি। এ এক অন্য ধরনের নেশা, টাকা না দিলেও, দিতে হবে কাজ। সারা বছর অন্য সব কাজে ব্যস্ত থাকলেও ভোটের সময়- দিন কাটে রং তুলি নিয়ে। হুগলীর শেওড়াফুলি গেরির ডাঙ্গার বাসিন্দা গোপাল দাসের ডাক আসে ভোটের সময় এলেই, কারন তার নেশা দেওয়াল লেখার। বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল লেখার মধ্য দিয়ে সময় কাটে তার।
স্কুলে পড়ার সময় বন্ধুদের খাতায় ছবি আঁকার সময় থেকেই নেশার সূএপাত, তবে বেশীদূর পড়াশোনা না করতে পারলেও, যেখানে দেওয়াল লেখা দেখতেন সেখানে দাঁড়িয়ে পরে লেখা দেখার সাথে সাথে রং তুলি তাদের হাতে তুলে দিতেন এবং তিনি রং তুলি নিয়ে রং করতেন, কারন তার নেশা হচ্ছে দেওয়াল লেখা। গত সাত বছর ধরে এই কাজ করে আসছে তিনি। এবছরো তা ব্যতিক্রম নয়। সকাল হলেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর দেওয়াল লেখাতে ব্যাস্ত থাকতে হয় গোপালবাবুকে। অন্য পেশার সাথে যুক্ত থাকলেও ভোটের সময় সব কাজ ভুলে নেমে পড়েন রং তুলি নিয়ে দেওয়াল লেখার কাজে। শুধু জেলা নয়, কোলকাতায় গিয়েও কাজ করেছেন তিনি। গোপাল বাবু বলেন লেখাটা আমার পেশা নয় এটা আমার একটা বড় নেশা, আমার দেওয়াল লিখতে খুব ভাল লাগে, তাই সব কাজ ফেলে ভোটের সময় এলে নেমে যাই রং তুলি নিয়ে দেওয়াল লিখতে।