|
---|
শুভদীপ পতি, তমলুক : দেশ জুড়ে লোকসভা ভোটের বাজার সরগরম হয়ে উঠেছে। কেউ করছেন সাধারণ মানুষদের সাথে নিয়ে রোড শো, তো আবার কেউ ভোট প্রচারের মাঝেই গাড়ি থামিয়ে প্রসাদ বিলি করছেন।
এমনটাই আজ দপুরে দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বিধানসভার ময়না এলাকাতে। ভোট প্রচারে দলীয় কর্মীদের নিয়ে রোড শো ও সভা সেরে ফেরার পথে ময়না এলাকার নরনারায়ণ সেবা চলছে দেখে হঠাৎ গাড়ি থামিয়ে নেমে পড়েন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্কর। প্রাসাদের বালতি হাতে নিয়ে নিজেই প্রসাদ পরিবেশন করলেন। তিনি এলাকার মানুষের উদ্দেশ্যে বললেন, ধর্ম নিয়ে রাজনীতি করতে কিন্তু আজকের এই কাজ নয়। বরং তিনি ছেলেবেলা থেকেই এমন। মানুষের জন্য কাজ করা ও দেশকে রক্ষা করা তাঁর প্রথম ও প্রধান লক্ষ্য।