|
---|
সাংসদ অর্জুন সিংকে ঘিরে বিজেপি কর্মীদের বিক্ষোভ !
মহঃ মফিজুর রহমান,আমডাঙা : বিজেপি সাংসদ অর্জুন সিংকে ঘিরে বিক্ষোভ দেখালেন তাঁর দলেরই কর্মী সমর্থকরা । রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার অন্তর্গত আমডাঙা বিধানসভার দত্তপুকুরে । উল্লেখ্য , আমডাঙা বিধানসভা কেন্দ্রে বিজেপির ঘোষিত প্রার্থী জয়দেব মান্নাকে বদল করার দাবিতে ইতিমধ্যে আন্দোলন শুরু হয়েছে আমডাঙায় । সূত্রের খবর , আজ প্রার্থী নিয়ে কর্মীদের সঙ্গে আলোচনা করতে আসেন বিজেপি সাংসদ অর্জুন সিং । জানা গিয়েছে , আমডাঙার দত্তপুকুরে সেই আলোচনা সভাতেই কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন অর্জুন সিং । তাঁর সঙ্গে কর্মীদের বাগবিতণ্ডাও হয় কিছুক্ষন । কর্মীদের একটাই দাবি তারা আমডাঙার বিজেপি প্রার্থী জয়দেব মান্নাকে মানবেন না । নিজের দলের কর্মী সমর্থকদের তীব্র বিক্ষোভের মুখে পড়ে কিছুক্ষনের মধ্যে আমডাঙা ছাড়েন বিজেপি সাংসদ ।