|
---|
সত্যনারায়ন সিকদার ও অতনু ঘোষ,নতুন গতি, পূর্ব বর্ধমান : মাতৃগর্ভে শিশু মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা কালনা মহকুমা হসপিটালে | নান্দাই পঞ্চায়েতের অন্তর্গত নান্দাই গ্রামের বাসিন্দা বিউটি বিবি গতকাল বিকেলে কালনা মহকুমা হসপিটালে অন্তঃসত্ত্বা অবস্থায় ভর্তি হন | আজ বেলা গড়িয়ে গেল কোনও চিকিৎসা পাইনি বলে অভিযোগ | বেলা ১টা নাগাদ তাঁর পরিবারের লোকজনরা জানতে পারেন বিউটি বিবির গর্ভস্থ সন্তান মারা গেছে | এর পরই উত্তেজনা ছড়ায় কালনা মহকুমা হসপিটাল চত্বরে | উত্তেজিত রোগীর আত্মীয় পরিজনরা সিস্টারদের উপর চড়াও হয়ে ব্যাপক মারধর করে | পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় কালনা থানার বিশাল পুলিশ বাহিনী |
এর পরই কালনা মহকুমা হসপিটালের নিরাপত্তাহীনতার দাবি নিয়ে কাজ বন্ধ করে সিস্টাররা সুপারের ঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন |
ঘটনাস্থলে এসে পৌঁছেছে কালনা থানার বিশাল পুলিশ বাহিনী | মৃত শিশুর পরিবারের লোকেদের অভিযোগ চিকিৎসায় গাফিলতির কারণেই গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়েছে |