|
---|
নূর আহমেদ, মেমারি : ২১ জুন, বুধবার মেমারি সিপিআইএম পার্টি দপ্তরের সভাকক্ষে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন হয়। উক্ত সম্মেলনের আয়োজন করে মেমারি ১ পূর্ব ও পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে। সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ধমান জেলার সম্পাদক মন্ডলীর সদস্য অভিজিত কোঙার, জেলা নেতা সনত ব্যানার্জী, মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক প্রশান্ত কোনার, মেমারি ১ পূর্বের সঞ্জয় গুঁই, পীয়ুষ বিশ্বাস, অমিতাভ চৌধুরী, জেলা পরিষদের নতুন প্রার্থী চাঁদ কিস্কু সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে বক্তারা মূলত তৃণমূলের অপশাসন, প্রশাসন, পুলিশের দলদাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন। নিজস্ব সাংগঠনিক ক্ষমতায় সিপিআইএম এবার পঞ্চায়েত নির্বাচনে আশাপ্রদ ফল করবে মেমারিতে বলে উপস্থিত নেতারা জানাম। ১০টি পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রার্থী প্রত্যাহারের হুমকি সত্বেও সিপিআইএম যে তৃণমূলকে লড়াই দেবে সে কথা আত্মবিশ্বাসের সাথে বলেন।