|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: উত্তরবঙ্গ সফরে আসল রাজ্য মহিলা কমিশন। বৃহস্পতিবার কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে নামে রাজ্য মহিলা কমিশন এর পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। এদিন বাগডোগরা বিমানবন্দর থেকে তারা শিলিগুড়িতে যায়। সেখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উপর বৈঠক করেন তারা। এরপর সেখান থেকে কালিম্পং এবং আলিপুরদুয়ার যাওয়ার কথা রয়েছে প্রতিনিধিদলের।
এদিন সাংবাদিকদের মুখোমুখী হয়ে লীনা গঙ্গোপাধ্যায় বলেন, “গৃহস্থ হিংসার অভিযোগ সবথেকে বেশি জমা পড়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার।তার পাশাপাশি ভোট পরবর্তী হিংসার আমরা অভিযোগ পেয়েছি।এসব অভিযোগ খতিয়ে দেখছি।”