|
---|
নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের বামফ্রন্টের প্রার্থী ইশ্বর চন্দ্র দাস সমর্থনে শনিবার কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামে প্রস্তুতি মিছিল হলো। নন্দীগ্রামে নতুনপুকুরপাড় ক্লাব থেকে মিছিলটি শুরু হয় আদিবাসীপাড়া, সামন্তপাড়া, পূর্বপাড়া, হরিগাছতলা, রায়পাড়া, শিবতলা হয়ে আবার নতুনপুকুপাড় ক্লাবে এসে মিছিলটি শেষ হয়। এই মিছিলে পা মেলায় বামফ্রন্টের কর্মীরা।