|
---|
আজিজুর রহমান,গলসি : গলসি ১ নং পঞ্চায়েত সমিতির সদ্য দায়িত্ব প্রাপ্ত সভাপতি আলপনা বাগদি ও সহসভাপতিকে অনুপ চ্যাটার্জ্জীকে সম্বর্ধনা জানালো কল্যাণের শপথ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এদিন তাদের বেশকিছু ইমাম, মৌলনা সদস্য বুদবুদে পঞ্চায়েত সমিতির কার্যালয়ে পৌছে তাদের ফুল ও উত্তরিয় দিয়ে বরন করে নেন। সদ্য নির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতিদের মানুষের উন্নয়নের কাজে আরও বেশি বেশি উৎসাহিত করতেই কল্যাণের শপথের এমন উদ্দ্যোগ। জানা গেছে, ইতিপূর্বে সহসভাপতি অনুপ চ্যাটার্জ্জী ওরফে রানা এলাকার ইমামদের সুবিধার্থে গত ২১ শে আগস্ট কলকাতায় ইমামদের সমাবেশে যাবার জন্য একটি বাস ও খাওয়া খরচ দিয়ে সহযোগিতা করেছেন। ভিন্ন ধর্মের মানুষ হবার পরও তার এমন কাজের প্রশংসা করেছেন এলাকার ইমাম মৌলনা সহ অনেকে। অনুপ চ্যাটার্জ্জী বলেন, এলাকার ইমাম সাহেবেরা মসজিদে যুক্ত থেকেও সমাজের কল্যাণকর কাজে এগিয়ে আসেন। কোলকাতায় যেতে কিছুটা হলেও ইমাম সাহেবদের অর্থ খরচ হত। এদিকে তাদের মাস মাহিনা খুব অল্প। তাই ব্যক্তিগত ভাবে তাদের একটি বাস ভাড়া ও খাবার খরচ দিয়ে সহযোগিতা করেছি। আগমীতেও যতটা পরবো তাদের পাশে থাকার চেষ্টা করবো।