টোটোকে বাঁচাতে গিয়ে জলে পড়ল কনে যাত্রী বোঝাই বাস

নিজস্ব প্রতিনিধি; হুগলী: গতকাল শুক্রবার রাত রারোটা নাগাদ আরামবাগ গামী একটি কনে যাত্রী বোঝাই বাস খুকুড়দহ জানা পাড়ার সামনে একটি টোটোকে বাঁচাতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এরফলে বাসটি জলে পড়ে যায়। বহু যাত্রী জখম বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়দের অনেকেই। বর্তমানে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকার্য চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছেন দাসপুর থানার ওসি।