জেলবন্দী অবস্থায় সেট পরীক্ষায় সফল, নজির গড়লেন,অর্ণব দাম ওরফে বিক্রম

নতুন গতি ডিজিটাল ডেস্ক: জেলবন্দী অবস্থায় সেট পরীক্ষায় সফল, নজির গড়লেন অর্ণব দাম ওরফে বিক্রম। ইতিমধ্যেই অভিনন্দন জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

    নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে উচ্চমাধ্যমিক পাশ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছিলেন খড়গপুর আইআইটিতে। ডিগ্রী আধুরা রেখেই আচমকাই তার নিখোঁজের তথ্য সামনে আসে।
    দীর্ঘদিন পরে পশ্চিম মেদিনীপুরের সাঁকরাইল ইএফআর ক্যাম্পে হামলা-সহ একাধিক নাশকতার ঘটনায় অভিযুক্ত অর্ণব বলে খবর সামনে আসে। ২০১২ সালে গ্রেপ্তার হন তিনি। রাখা হয় জেলে।
    কারাগার প্রশাসনের উদ্যোগে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং স্নাতকোত্তর উভয়তেই প্রথম বিভাগে উত্তির্ন হন তিনি।
    জেলে থেকেই কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় পাস করে এমন তথ্য সামনে উঠে আশায় রাতারাতি রোল মডেল হয়ে যান তিনি।জেলের মধ্যে এখন একটায় নাম মাস্টার দা। ভবিষ্যৎ জীবনে অধ্যাপক হতে চান অর্ণব বলে জানা গেছে।